Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাজার তদারকি অভিযানের দৈনন্দিন তথ্য (০৬/০৩/২০২২)
বিস্তারিত

অদ্য ০৬ মার্চ ২০২২ খ্রি. জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় ও বিভাগাধীন জেলা কার্যালয় সমূহ কর্তৃক সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার ০৬ টি বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা,  নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ভোজ্য তেল  বিক্রয়  এবং টেম্পারিং করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী


১. সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক কালীঘাট বাজারে ০৫ প্রতিষ্ঠানকে ১,৩৮,০০০/- টাকা

২. সিলেট জেলা কার্যালয় কর্তৃক ঠুকের বাজারে ০৩ প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা

৩. সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ধনপুর বাজারে ০৪ প্রতিষ্ঠানকে ১১,৫০০/- টাকা

৪. হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শায়েস্তানগর এবং কোর্ট স্টেশন বাজারে ০৫  প্রতিষ্ঠানকে ১৮,৫০০/- টাকা

৫. মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক কুলাউড়ার দক্ষিণ বাজারে ০৫ প্রতিষ্ঠানকে ১১,৫০০/- টাকা


মোট ২২ টি প্রতিষ্ঠানকে  ১,৯৪,৫০০/- ( এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ‍ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কৃষি বিপণন কর্মকর্তা এবং বাজার কমিটির সদস্যবৃন্দ। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।



ডাউনলোড
প্রকাশের তারিখ
06/03/2022
আর্কাইভ তারিখ
13/03/2022