অদ্য ২২ আগস্ট ২০২২ খ্রি. জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় ও বিভাগাধীন জেলা কার্যালয়সমূহ কর্তৃক সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার ০৫ টি বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ইত্যাদি অপরাধের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১৭ টি প্রতিষ্ঠানকে ৮১,০০০/- (একাশি হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যটালিয়ন (এপিবিএন), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), কনজুমার্স এসোয়িয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কৃষি বিপণন অধিদপ্তর এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।
জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS